ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

ভাবনার বিয়ের বাদক মারজুক রাসেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ভাবনার বিয়ের বাদক মারজুক রাসেল! মারজুক রাসেল ও আশনা হাবিব ভাবনা

সরকারি অনুদানের ‘যাপিত জীবন’ সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এর ফাঁকে সম্প্রতি অভিনয় করেছেন নতুন নাটক ‘বাদক’-এ।

এতে ভাবনার সঙ্গে বাদক চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল।

ফেরারী ফরহাদের রচনায় এটি নির্মাণ করেছেন অ্যালিন টিটো। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল সন্ধ্যায় নাটকটি প্রকাশ পেয়েছে।  

নাটকটি প্রসঙ্গে নির্মাতা অ্যালিন টিটু বলেন, বিয়ে বাড়ির দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এখানে দর্শক মারজুক রাসেল ভাইকে বাদক চরিত্রে দেখবেন। বিয়ে বাড়িতে কোনো কারণে পাত্রীর বিয়ে ভেঙে গেলে বাদক বা অন্যদের কী ধরনের সমস্যায় পড়তে হয় সেটি তুলে ধরেছি।

এর গল্পে দেখা যাবে, বিয়েতে বাদক হয়ে এসেছেন মারজুক রাসেল। কিন্তু বিপত্তি ঘটে সেই বিয়ে বাড়িতে। একদিকে ভাবনার বিয়ে ভেস্তে যায় অন্যদিকে বাদক দলকে আটক করা হয়। এরপর বিয়ে বাড়ির গল্প অন্য দিকে মোড় নেবে।

নাটকটিতে মারজুক রাসেল ও ভাবনা ছাড়াও আরও অভিনয় করেছেন কচি খন্দকার, সিয়াম নাসির ও মিলন ভট্টচার্য।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।