ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সিনেমার প্রচারে নেচে কটাক্ষের শিকার শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
সিনেমার প্রচারে নেচে কটাক্ষের শিকার শাহরুখকন্যা

নির্মাতা জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লিখিয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। এতে সুহানা ছাড়াও আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর।

আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। এর প্রচার করতে গিয়েই কটাক্ষের শিকার হলেন সুহানা। অগস্ত্যও পেলেন না ছাড়।

শাহরুখপুত্র আরিয়ানকে ক্যামেরার সামনে দেখার আশা ছিল অনেকের। তবে আরিয়ান নাকি অভিনয়ে আগ্রহী নন। তার মন পরিচালনার কাজে। অবশ্য সুহানা ইতোমধ্যেই গ্ল্যামার গার্ল। প্রথম সিনেমা মুক্তির আগেই নামী প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।  

কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি শাহরুখের একমাত্র কন্যা। ‘দ্য আর্চিস’ সিনেমার প্রচারে অগস্ত্যর সঙ্গে নেচেছিলেন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রুপ।

সুহানা-অগস্ত্যর এই ভিডিওর কমেন্ট বক্সেই লেখা হয়েছে, ‘ওএমজি! সুহানার এক্সপ্রেশন তো রাখি সাওয়ান্তের মতো। ’ অগস্ত্যকে মামা অভিষেক বচ্চনের ‘কপি’ বলেও কটাক্ষ করা হয়েছে। একজন ভিডিও দেখে আবার লেখেন, ‘বাচ্চাদের বার্ষিক অনুষ্ঠান মনে হচ্ছে। ’ এছাড়া ‘জিরো ট্যালেন্ট’ বলেও ব্যঙ্গ করা হয়েছে।  

অবশ্য সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর অনেকেই সুহানার সাবলীল অভিনয়ের প্রশংসা করেছিলেন। সুহানা-অগস্ত্য-খুশি ছাড়াও জোয়া আখতারের সিনেমার ট্রেলারে নজর কেড়েছেন মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দার মতো তরুণ অভিনেতারা।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।