ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক দশক পর যুক্তরাজ্যে গাইবেন জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এক দশক পর যুক্তরাজ্যে গাইবেন জেমস জেমস

এক দশক (১০ বছর) পর যুক্তরাজ্যের গাইবেন রক তারকা জেমস। চলতি মাসে লন্ডন ও বার্মিংহাম দুটি একক কনসার্টে গান পরিবেশন করবেন তিনি।

কনসার্টে অংশ নিতে ৩ ডিসেম্বর লন্ডনে পৌঁছেছেন জেমস। লন্ডন থেকে বিষয়টি জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর।

তিনি জানান, ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে মেগা কনসার্টে গাইবেন জেমস। ১০ ডিসেম্বর বার্মিংহামে আরেকটি শো করবেন। এরপর আসছে ১১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।

এর আগে ২০১৩ সালে যুক্তরাজ্যে কনসার্ট করেছেন জেমস। এরপর আর কোনো যুক্তরাজ্যে কোনো শো করেননি তিনি।

এই বছরের মাঝামাঝির দিকে যুক্তরাষ্ট্রে দুই মাসে বেশ কয়েকটি শো করেছেন জেমস। দেশে ফিরে ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’সহ বেশ কয়েকটি কনসার্টে পাওয়া গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।