ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিবি কার্যালয়ে ভাত খেলেন অপু বিশ্বাস-তাপস, মেন্যুতে যা ছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
ডিবি কার্যালয়ে ভাত খেলেন অপু বিশ্বাস-তাপস, মেন্যুতে যা ছিল

ঢাকা: ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও গান বাংলা টিভির সিইও কৌশিক হোসেন তাপস পরস্পরের মধ্যে চলমান দ্বন্দ্ব মিটিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে একত্রে দুপুরের খাবার খেয়েছেন।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে ভাত খেয়েছেন তারা।

 

খাবারের তালিকায় ছিল- ভাত, মাংস, মাছ, ডাল, লাল শাক, সবজি ও ভর্তা।  

এর আগে, ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস ও তাপসের মধ্যে সমঝোতা হয়। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তার অবসান ঘটে ডিবিপ্রধান হারুন অর রশীদের মধ্যস্থতায়।  

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে নিজের ভুল স্বীকার করে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ভাইয়া-ভাবির (তাপস ও মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আশা করিনি। তারপরও খুব খুশি লাগছে। আমার ভাই-বোন সুখি আছেন এটি ভেবে। ভাইয়ের কথার মাঝে যে বিষয়টি তুললেন। আমার পারিবারিক প্রসঙ্গ যা আপনারা সবাই জানেন। তারপরও আমি বলব- চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার আনা উচিত নয়।  

অপু আরও বলেন, আমার মনে হয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত। কারণ আমরা যতদিন নায়ক-নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব, ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন।

এসময় কৌশিক হোসেন তাপস বলেন, আমি ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছেন। যা তিনি নিজেও স্বীকারও করেছেন। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।

সবশেষে অপু বিশ্বাস গণমাধ্যমকর্মী ও নিজের ফ্যান-ফলোয়ারদের অনুরোধ করেন, যেন তার প্রকাশিত ভিডিওটি সবাই মুছে ফেলেন। যা তিনি নিজেও করবেন বলে জানান।

আরও পড়ুন: তাপস-মুন্নী ইস্যুতে ডিবির হস্তক্ষেপ, ভাঙলো অপু বিশ্বাসের ভুল বোঝাবুঝি

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।