ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ভারতের সঙ্গে একই দিনে দেশে মুক্তি পাবে ‘হুব্বা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ভারতের সঙ্গে একই দিনে দেশে মুক্তি পাবে ‘হুব্বা’

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মোশাররফ করিম অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘হুব্বা’র ট্রেলার। হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

ব্রাত্য বসু নির্মিত সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন মোশাররফ। এর আগে একই নির্মাতার ‘ডিকশনারি’তে অভিনয় করেছিলেন তিনি।

জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি।

বাংলাদেশে সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, সিনেমাটির ট্রেলার দেখে মনে হলো মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে কারণে আমরা পরিবেশনার দায়িত্ব নিয়েছি।

‘হুব্বা’তে মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন- ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।