ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে পণ্ডিত ভবানী শঙ্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
না ফেরার দেশে পণ্ডিত ভবানী শঙ্কর

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পাখওয়াজ ওস্তাদ’খ্যাত ভারতের পণ্ডিত ভবানী শঙ্কর।  

শনিবার (৩০ ডিসেম্বর) শনিবার বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর।

এ ভারতীয় সংগীতশিল্পীর পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।  

তারা জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপর থেকেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। ওইদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় তাকে ভেন্টিলেটরেও রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে তিনি মারা যান।

এ পণ্ডিতের শেষকৃত্য আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পশ্চিম বোরিভালিতে অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ের মধ্যে ভবানী শঙ্করের মরদেহ তার বাড়িতে রাখা হবে। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সংগীত জগতের তারকারা।  

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। ছোটবেলা থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা তার। মাত্র আট বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু করেছিলেন তবলা আর পাখওয়াজে। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।  

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩   
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।