ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২ কন্যাসহ অভিনেতা নিহত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২ কন্যাসহ অভিনেতা নিহত

দুই কন্যাসহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন জার্মান বংশোদ্ভুত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে দ্য রয়্যাল সেন্ট ভিনসেট ও দ্য গ্রেনাডাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘দ্য গুড জার্মান’ ও ‘স্পিড রেসার’ সিনেমার অভিনেতা অলিভার এক ইঞ্জিনের প্রাইভেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। দুর্ঘটনার পর  জেলে, ডুবুরি ও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন অলিভার, তার মেয়ে মাদিতা ও আন্নিক ও পাইলট রবার্ট স্যাকস।

উড়োজাহাজটি গ্রেনাডা দ্বীপের বেকুইয়া থেকে সেন্ট লুসিয়ার দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে সেটি বিধ্বস্ত হয়।  

৬০টির বেশি সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামে কাজ করেছেন অলিভার। তিনি টম ক্রুজের ‘ভালকিরি’ সিনেমাতেও অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।