ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবে বিয়ে করবেন প্রশ্নে যা বললেন সাফা কবির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
কবে বিয়ে করবেন প্রশ্নে যা বললেন সাফা কবির

ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী সাফা কবির। বেশ কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন।

দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মীদের অনেকেই অনেকেই বিয়ে করেছেন। যেমন - জোভান, তৌসিফ, সিয়াম, টয়া।  

তবুও সাফা এখনও ব্যাচেলর। বিয়েথার খবরও নেই। সহকর্মীদের একটাই প্রশ্নে বিদ্ধ সাফা, ‘কবে বিয়ে করবে তুমি?’ 

সবশেষ চলতি মাসে সাফার বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিয়ের পর থেকে সেই প্রশ্ন আরও জোরদার হয়েছে।

এ প্রশ্নে গণমাধ্যমকে সাফা জানালেন, পছন্দের কেউ থাকলে এতদিনে হয়ত বিয়েটা হয়ে যেত।  

তবে কি এ লাস্যময়ীর কোনো প্রেমিক নেই? 

সাফা বললেন, ‘বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হয়ত বিয়েটা হয়ে যেত। ’

এরপর বিয়ে নিয়ে করা বন্ধুদের প্রশ্নে কী জবাব দেন তাও জানালেন সাফা।

অভিনেত্রী বলেন, ‘আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহ বার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না। ’

টিভি নাটকের পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন সাফা। সম্প্রতি তার অভিনীত ‘আফসোস’ নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। প্রকাশ্যে এসেছে ‘টিকিট’ ওয়েব সিরিজের ফার্স্টলুক। যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।