ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘৯৫-৯৭ ফ্রেন্ডস স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
‘৯৫-৯৭ ফ্রেন্ডস স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস

কিংবদন্তি ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি-০৪) নবরত্ন হলে ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি।

এতে জেমস ছাড়াও রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ ও সুমনের পরিবেশনা থাকছে। এ কনসার্টটি আয়োজন করেছে ‘৯৫-৯৭ ফ্রেন্ডস’। এছাড়া ৯৫-৯৭ ফ্রেন্ডসদের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ইফতি শিমুল।

কনসার্ট প্রসঙ্গে আয়োজক কমিটির প্রধান ইফতেখারুল ইসলাম শিমুল জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৩টায় সাংস্কৃতিক পর্বের শুরুতে গান পরিবেশন করবেন রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ, সুমন ও ডিজে সনিকা। আর কনসার্টের শেষে রয়েছে নগরবাউল জেমস’র গান। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন তারা।

উল্লেখ্য, ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক এই কনসার্টটির স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক নেট, ইস্পাহানি, এসিআই ফান সুপার চ্যাম্প, ইমোউ, দ্য লাউঞ্জ৯৫, কুলফিডো, সলিউশন স্পিন। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ম্যাচ বক্স কমিউনিকেশন্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।