ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

প্রথম সন্তান আসার খবর দিলেন বরুণ-নাতাশা দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই ভক্তদের এই সুখবর দিয়ে দিলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবিটি পোস্ট করেছেন বরুণ। সেখানে স্ত্রী নাতাশা দালালের বেবি বাম্প স্পষ্ট। তার সেই বেবি বাম্পে চুমু দিয়েই আগত অতিথিকে আগাম ভালোবাসা জানাচ্ছেন বরুণ।

ছবির ক্যাপশনে স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এই অভিনেতা লিখেছেন, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ চাই।

এই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ভক্তরা তো বটেই, সহকর্মীরাও অভিনন্দন জানাচ্ছেন এই তারকা দম্পতিকে।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।