ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তটিনীকে মনের কথা বলতে ভিন্ন পরিকল্পনা জোভানের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
তটিনীকে মনের কথা বলতে ভিন্ন পরিকল্পনা জোভানের!

নদীকে ভালোবাসে আবির, কিন্তু বলতে পারে না। নদীকে মনের কথা বলার জন্য সবাইকে নিয়ে নির্জন পাহাড়ি এক রিসোর্টে যায় আবির।

বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে আবিরকে সে যেন নদীকে মনের কথাটি বলতে পারে। কিন্তু কোনো কাজ হয় না।

আবির নদীর সামনে এলেই এলোমেলো হয়ে যায়। এক সময় সব বন্ধু-বান্ধব বিরক্ত হয় আবিরের ওপর। তারা আবিরকে ফেলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তখনই এগিয়ে আসে রিসোর্টের মালিক। সে এক রহস্যময় চরিত্র। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকবে।  

এমনই গল্পে নির্মিত হয়েছে ‘বলতে চাই’ শিরোনামের নাটক। যেখানে নদীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে আবিরের ভূমিকায় দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।  

‘বলতে চাই’ নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। এর বিশেষ একটি চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান।  

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার (০১ মার্চ) রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির পর্দায় প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।