ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিপুণের প্রস্তাব ফিরিয়ে দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
নিপুণের প্রস্তাব ফিরিয়ে দিলেন অনন্ত জলিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের।

কারণ, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা ঠিক হয়নি এখনও।

 

ইলিয়াস কাঞ্চন নির্বাচন করবেন না জানানোর পর থেকেই এ সমস্যায় ভুগছেন এ চিত্রনায়িকা।  

তার প্যানেলের জন্য নতুন সভাপতি প্রার্থীর খোঁজে নেমেছেন তিনি; কিন্তু জুতসই কাউকেই পাচ্ছেন না।

এরই মধ্যে খবর, নিপুণ নাকি সভাপতি প্রার্থী হতে প্রস্তাব দিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলকে। কিন্তু তিনি রাজি হননি।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন অনন্ত নিজেই।

‘দিন দ্য ডে খ্যাত’এই চিত্রনায়ক বলেন, ‘প্রযোজক খোরশেদ আলম খসরু, মোহাম্মদ হোসেনসহ নিপুণ ম্যাডাম আমার বাসায় এসেছিলেন সভাপতি হওয়ার প্রস্তাব নিয়ে; কিন্তু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছি না। কারণ আমি সেখানে সময় দিতে পারব না।

তিনি বলেন, ‘আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মধ্যেই সময় বের করে শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।