ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় কনসার্টে ‘মেঘদল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
কলকাতায় কনসার্টে ‘মেঘদল’

দুই বাংলার তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। পরাবাস্তব শহর নগরের কথা তাদের গানের পরতে পরতে ওঠে আসে।

‘নেফারতিতি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘নির্বাণ’, ‘না বলা ফুল’, ‘তবু, শহুরে জোনাক’, ‘পাথুরে দেবী’ ও ‘এসো আমার শহরে’র মতো বেশকিছু জনপ্রিয় গান তাদের ঝুলিতে। বর্তমানে মঞ্চে সরব সময় পার করছে ব্যান্ড ‘মেঘদল’।

এবার ভারতের কলকাতায় বিশেষ একটি কনসার্টে হাজির হচ্ছে গানের এ ব্যান্ড। আগামী ১৬ মার্চ অনুষ্ঠেয় সেই কনসার্টের ভেন্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গেল এ প্রথম বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পারফর্ম করবে ‘মেঘদল’।

ব্যান্ডটির ভোকাল শিবু কুমার শীল গণমাধ্যমে বলেন, এটা কলকাতায় আমাদের চতুর্থ শো হতে যাচ্ছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম। এ ক্যাম্পাস নানা কারণে বিশেষ। তাই কনসার্টটি নিয়ে আমরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রতিবছরই সংস্কৃতি উৎসবের আয়োজন করে। এবারের উৎসবের শেষ দিনে আমরা পারফর্ম করবো। অর্থাৎ আমাদের পরিবেশনা দিয়েই আয়োজনটি শেষ হবে।

‘সংস্কৃতি’ নামে এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন। এতে ১৫ মার্চ রাতে পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘দোহার’।

নতুন গানের আভাস দিয়ে শিবু জানালেন, তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান শিগগিরই আসছে।

ইতোমধ্যে দুটি গানের কাজ শেষ করেছেন তারা। কেবল বাকি ভিডিও। ঈদ-বৈশাখ শেষেই সেই কাজে হাত দেবেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে প্রকাশ করা হয়েছিল ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ষষ্ঠ তথা টাইটেল গান।

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।