ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বোরকা পরে গেলে ডিসকাউন্ট চাই: বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
বোরকা পরে গেলে ডিসকাউন্ট চাই: বুবলী

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ঈদ আয়োজনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনব বুবলী। সঙ্গে ছিলেন তার নতুন সিনেমা ‘মায়া: দ্য লাভ’ -এর নায়ক রোশান।

দুজনকে নিয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ বিভাগের আয়োজন করেন সঞ্চালক। যেখানে মজার মজার প্রশ্ন করা হয়।  

এর মধ্যে একটি প্রশ্ন ছিল শপিং মলে কখনো ডিসকাউন্ট চেয়েছেন? জবাবে বুবলী অকপটেই স্বীকার করলেন, ডিসকাউন্ট চেয়েছেন। এ চিত্রনায়িকা হাসতে হাসতে বলেন, ‘বোরকা পরে গেলে ডিসকাউন্ট চাওয়া হয়। ’

এরপর সঞ্চালক প্রশ্ন ছুড়েন, টাকার অংক দেখেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, এমন ঘটনা বা এমন কোনো সিনেমা আছে? বুবলী ও রোশান দুজনেরই দ্রুত জবাব, ‘নাহ। ’ তারা বলেন, না, এমন কোনো সিনেমা নেই। সিনেমা করার ক্ষেত্রে টাকা ও গল্প- দুটোই বিচার-বিবেচনা করে সাইন করেছেন।  

এবার প্রশ্ন শুধু বুবলী বা রোশনকে নয়; সব তারকাকে নিয়েই। সঞ্চালক জিজ্ঞেস করেন, তারকারা কি পুরস্কার কেনেন? জবাবে দুজনেই একই উত্তর দেন। তাদের ভাষ্য, মনে হয় না তারকারা এটা করেন। যোগ্যরা পুরস্কার পায়। এ ক্ষেত্রে কাজ দিয়েই মূল্যায়ন হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।