ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

‘মহাগুরু’ এবার আইনজীবী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
‘মহাগুরু’ এবার আইনজীবী?

এবার আইনজীবীর চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। পরিচালক রাতুল মুখোপাধ্য়ায়ের নতুন সিনেমায় সওয়াল-এ নাকি এমন চরিত্রে রূপদান করবেন তিনি।

যদিও এ নিয়ে মহাগুরু (মিঠুন) সংবাদমাধ্যমে কিছু জানাতে না চাইলেও টলিউড গুঞ্জনে এ খবর উড়ছে।

তবে চমক নাকি রয়েছে আরও। এই সিনেমার প্রযোজক সম্ভবত জিৎ ফিল্মস ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট। মিঠুনের সঙ্গে এখনও ফাইনাল কথা হয়নি।

অন্যদিকে, পরিচালক রাজ চক্রবর্তীর নতুন সিনেমাতে নাকি অভিনয় করছেন ‘মহাগুরু’। শুধু মিঠুনই নয়, এই সিনেমাতে মিঠুনের সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তীও। অর্থাৎ এক সিনেমাতে চক্রবর্তী ম্যাজিক।

গেল ১১ মার্চ থেকে কলকাতার নানা জায়গায় শুটিং শুরু করবেন রাজ। তবে আপাতত, বাংলার নানা জায়গায় বিজেপির হয়ে প্রচারেই ব্যস্ত রয়েছেন মিঠুন। ভোট শেষ হলেই হয়তো নতুন সিনেমাতে হাত দেবেন বাংলার ‘মহাগুরু’।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ১৬, ২০২৪ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।