ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের দিন ডন অবতারে হাজির আসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
ঈদের দিন ডন অবতারে হাজির আসিফ আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। এই গায়ক এবার ঈদে শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান।

যেটি ঈদের দিন (১৭ জুন) সন্ধ্যায় শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গানের শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। যেখানে একজন ডনের ভূমিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় বন্দুক হাতে একজন আসিফের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। ডন আসিফকে হত্যার জন্য বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্ধর্ষ সব অ্যাকশন।

গানে ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ। অন্যায়ের প্রতিবাদকারীর ভূমিকায় দেখা যাবে তাকে। শুধুই গান নয়, মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন দর্শকদের।

গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সিনেমা নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল অভিনেত্রী জেবা জান্নাতকে। গ্ল্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার।

‘দ্য লাস্ট ডন’ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে স্মিতা রক্ষিত। এ ছাড়া র‍্যাপে কণ্ঠ দিয়েছেন হৃদয়, নাফি ও লিল ব্ল্যাক।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।