ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাফীর দাবিকে মিথ্যা বললেন দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
রাফীর দাবিকে মিথ্যা বললেন দেব

সামাজিকমাধ্যম ফেসবুকে ক’দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে একটি ফটোকার্ড। যেখানে নির্মাতা রায়হান রাফী দাবি করেছেন- ‘তুফান’ সিনেমা মুক্তির পর তার সাফল্য দেখে কলকাতার অভিনেতা দেব ও জিৎ দু’জনেই তার সঙ্গে কাজের প্রস্তাব দিয়েছেন।

তবে তিনি (নির্মাতা) এখনো এ বিষয়ে কাউকে কথা দেননি।

বিষয়টি নজরে এসেছে কলকাতার সুপারস্টার দেবের। আর এমন একটি সংবাদের অংশ ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। সঙ্গে লেখেন, নট ট্রু অর্থাৎ সত্য নয়।

আসলেই কী রাফী এমন কথা বলেছেন? খোঁজ নিয়ে জানা যায়, কারো নাম উল্লেখ করে নির্মাতা এমন কোনো কথাই বলেননি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাফী বলেন, আসলো তো অনেকগুলা। এবারও আসতেছে, “তুফান”র পর। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই সিনেমার পর। নাম না বলি। এখনো হ্যাঁ-না কিছুই বলা হয়নি, বসা হয়নি। ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন, এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব।

এই মুহূর্তে ওপার বাংলায় বড় দুই স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফী সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।