ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্ষোভ প্রকাশ করতে মানুষ মাঠে নেমেছে: ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ক্ষোভ প্রকাশ করতে মানুষ মাঠে নেমেছে: ইলিয়াস কাঞ্চন

শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন শিল্পীদের অনেকেই।

এবার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সংবাদ মাধ্যমকে  ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার হবে না। কারণ এর সঙ্গে জড়িত যারা; তারা এর বিচার করতে পারবে না। জাতিসংঘের মাধ্যমে যদি হয় তাহলে সুষ্ঠু বিচার হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের নতুন প্রজন্মের ভালো চাইতে হবে, ওদের শান্তি দিলে দেশও শান্তিতে থাকবে। আর একটি কথা বলতে চাই, মানুষের এতদিনের ক্ষোভ প্রকাশ করতে পারেনি, এখন প্রকাশ করছে। সেই ক্ষোভ-যন্ত্রণা প্রকাশ করার জন্য মানুষ মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।