ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবে দেখা যাবে পরীমণির ‘রঙিলা কিতাব’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
কবে দেখা যাবে পরীমণির ‘রঙিলা কিতাব’?

কদিন আগে ছেলের পুন্যর জন্মদিন পালন করেছেন আলোচিত নায়িকা পরীমণি। এ মাসেই আরও একটা সুখবর আসার কথা ছিল।

চলতি মাসের প্রথম সপ্তাহেই মুক্তির কথা ছিল পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন তারিখও জানা যায়নি।

কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। চিত্রনাট্য করেছেন নির্মাতা ও আশরাফুল আলম শাওন।

জানা গেছে, আগস্টের ৮ তারিখ প্রচারের কথা ছিল। কিন্তু সবকিছু দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার আগে সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে হইচই কতৃপক্ষ।

‘রঙিলা কিতাব’-এ পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়াও রয়েছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ কয়েকজন। সিরিজটির শুটিং হয়েছে বরিশাল, ঝালকাঠি, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।