ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমার ছেড়ে আমাদের বলতে হবে: পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
আমার ছেড়ে আমাদের বলতে হবে: পরীমণি

অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই সামাজিকমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পরী।

ফেসবুকের পাতায় তুলে ধরেন ব্যক্তিজীবনের নানা ঘটনা।

তারই ধারাবাহিকতায় পরীমণি এবার কথা বললেন, পরিশ্রম নিয়ে। জানিয়েছেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না।

একটি ছবি শেয়ার করে পরীমণি লেখেন, আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।

তিনি আরও বলেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে- এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!

ভক্ত-অনুরাগীরা পরীর পোস্টে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। ফাহিম নামে একজন লেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে। ভালোবাসার এ বন্ধন অটুট থাকুক আজীবন পরীমণি আপু।

রুহুল চৌধুরী নামে একজন লেখেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। এই সুন্দর হাসিগুলোর মান রাখতেই হবে।

হুসাইন সেতু নামে আরেকজন লেখেন, একটা কথা খুব ভালো লেগেছে, আমি না বলে আমরা বলতে শিখতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।