ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

‘ময়না’র জন্য আলোচনায় শান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
‘ময়না’র জন্য আলোচনায় শান্ত

এই সময়ের অভিনেতা শোয়েব আক্তার শান্ত। ইতোমধ্যেই বেশ কিছু একক নাটক, শর্টফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘ময়না’। মুক্তির পরই দর্শক মহলে সাড়া ফেলেছে নাটকটি।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আর রশীদ। একদিনেই ভিউ ছাড়িয়েছে এক মিলিয়ন। শান্ত অভিনীত এই নাটকটি এখন আলোচনার তুঙ্গে। নাটকটিতে নিজের অভিনয় দিয়ে নেটিজেনদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে তিনি। এতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন আরোহী মীম।

এ প্রসঙ্গে শান্ত বলেন, দর্শকদের জন্যই আমরা কাজ করি। দর্শকরা প্রশংসা করলে সেটা আমাদের পরম প্রাপ্তি। কাজটা অনেক মন দিয়ে করেছিলাম। দর্শকরা নাটকটি দেখেছে এজন্য আমি খুশী। আগামীতে আরো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই।

শান্ত-মীম ছাড়াও ‘ময়না’ নাটকে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শম্পা নিজাম, আনোয়ার শাহসহ আরো অনেকেই। বর্তমানে ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’-এ কাজ করছেন শান্ত।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।