ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন জায়েদ খান জায়েদ খান

দীর্ঘ সময় দেশের বাইরে আছেন আলোচিত নায়ক জায়েদ খান। কখনও তাকে দেখা যায় কানাডা তো কখনও যুক্তরাষ্ট্রে।

রাজনৈতিক পটপরিবর্তনে ৫ আগস্টের পর আর দেশে ফেরেনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক।

অনেকের ধারণা, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও তার বিরুদ্ধে মামলা হওয়ায় দেশে আসতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়ক।

জায়েদ খান জানালেন, দেশে ফিরতে তার কোনো ভয় নেই।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই অভিনেতা জানান, তিনি কোনো অন্যায় করেননি। দেশে ফিরতে ভয় পাচ্ছেন কি-না এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, না না, আমি ভয় পাচ্ছি না। আমি এই জায়গায় (নিউ ইয়র্কে) একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই।  

জায়েদ খান বলেন, শিল্পীরা কখনো অন্যায়-দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন, তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কি না। আমি দেশের আইন অমান্য করেছি? আমি কারোও ক্ষতি করেছি? অবৈধভাবে টাকা ইনকাম করেছি? আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি। অন্যায়ের কাছে মাথা নতো করিনি। যদি করতাম, তাহলে শিল্পীসমিতিই আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আমি যখন সমিতিতে ছিলাম, দুপুরের খাবারও নিজের টাকায় খেয়েছি। চার বছরে কোনো দিন সমিতির টাকায় খাইনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।