ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেতা ড্রেক হগস্টেইন মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
অভিনেতা ড্রেক হগস্টেইন মারা গেছেন

মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন মারা গেছেন। এই অভিনেতার বয়স হয়েছিল ৭০ বছর।

‘ডেইজ অব আওয়ার লাইভস’ ধারাবাহিকে ‘জন ব্ল্যাক’ চরিত্রটির জন্য তিনি দর্শকের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল ড্রেক হগস্টেইনের জন্মদিন। আর আগের দিন শুক্রবারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা।

দীর্ঘ ৩৮ বছর ধরে টেলিভিশন ধারাবাহিক ‘ব্ল্যাক’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শো-এর তরফ থেকেই।

প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় ‘ডেইজ অব আওয়ার লাইভস’ অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। তার বয়স হয়েছিল ৭০। দীর্ঘদিন ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সার ভুগছিলেন। বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সময় অভিনেতার পাশে তার প্রিয়জনেরা ছিলেন।

‘ডেইজ অব আওয়ার লাইভস’র প্রযোজক কেন কর্ডে গণমাধ্যমকে বলেছেন, অভিনেতার প্রয়াণ সকলের জন্যই কষ্টের।

ড্রেকের প্রশংসা করে তিনি বলেন, তাকে কতটা মনে পড়বে তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের শো-তে তার প্রভাব ছিল ব্যক্তিগত এবং পেশাগত দুই ভাবেই। তার অভাব কখনো পূরণ হবার নয়।

মৃত্যুকালে ড্রেক হগস্টেইন স্ত্রী, চার সন্তান এবং সাতজন নাতী-নাতনী রেখে গেছেন। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ-শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।