ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

ঢাকাই সিনেমার গ্ল্যামার-কন্যা পরীমণির জন্মদিন মানেই বিলাসবহুল আয়োজন। যেকোনো একটি থিম নির্ধারণ করে সাজানো হয়, তার জন্মদিনের অনুষ্ঠান।

তবে এবার বিলাসবহুল আয়োজন রাখেননি। ঘরোয়াভাবেই কাটছে তার বিশেষ দিনটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জন্মদিনের প্রথম প্রহরে খুব কাছের কয়েকজনকে নিয়ে কেক কাটেন পরীমণি। এই আনন্দ ভাগ করে নিতে রাত ১টার দিকে ১৬ মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজ থেকে লাইভে আসেন এই নায়িকা।

এসময় পরীমণি বলেন, নানু ভাই আমার জীবনের সবকিছু। প্রতি বছর তাকে নিয়েই কেক কাটতাম। তাকে হারানোর পর বড় আয়োজনে কেক কাটছি না। তাকে ছাড়া মন স্থির করতে পারি না। গতবারের মতো এবারো কেক কাটতে চাইনি। কিন্তু কিছু ভালোবাসার মানুষদের জন্য না চাইলেও কেক কাটতে হয়েছে। সীমিত পরিসরে কাছের মানুষদের নিয়ে কেক কেটেছি। বিগত দিনে সহকর্মীদের নিয়ে ঘটা করে কাটা হতো। তবে দুই বছর ধরে তা হচ্ছে না।

জন্মদিন উপলক্ষে পরীমণি চেয়েছিলেন যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে নিজের মতো করে একটি দিন কাটাবেন। তবে তা আর হয়নি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি। তা ছাড়া মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রচারণা ঘিরেও রয়েছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে এবারের জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটছে পরীমণির।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।

শিগগিরই ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলুবক্সী’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ আগামী মাসে মুক্তি পাবে। মুক্তির মিছিলে রয়েছে রেজা ঘটক পরিচালিত ‘ডোডোর গল্প’ নামের আরেক সিনেমা।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।