ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আঁখির গানে অলংকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
আঁখির গানে অলংকার আঁখি আলমগীর-অলংকার চৌধুরী

দেশের সঙ্গীতাঙ্গনের এক আলোচিত নাম আঁখি আলমগীর। স্টেজ শো’তে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি।

আঁখি আলমগীরই বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী যিনি অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। আর বড় বেলায় গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করার জন্য পুরস্কৃত হয়েছেন।

আঁখি আলমগীরের বহু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। এবার আরও একটি মৌলিক গান আসছে তার কণ্ঠে যা নিয়ে আঁখি আলমগীর যেমন আশাবাদী, তারচেয়েও অধিক আশাবাদী গানের পুরো টিম।

নতুন এ গানের শিরোনাম ‘জানের জান’। গানটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন পুণম মিত্র। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হিরা।

গানটিতে মডেল হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। অলংকার চৌধুরী এর আগেও বাংলাদেশের এই প্রজন্মের কয়েকজন শিল্পীর গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। তবে এবারই প্রথম আঁখি আলমগীরের গানে তিনি মডেল হলেন।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, জামাল ভাইয়ের লেখা গানটি খুব সুন্দর। গানটা আমার খুব ভালোলেগেছে। রোমান্টিক রিদমিক একটি গান। পুনম মিত্র চমৎকার সুর সঙ্গীত করেছে। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা এক কথায় দারুণ হয়েছে। আর মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার খুবই ভালো করেছে। এই গানটিতে আমাকে নতুনভাবে পাবেন শ্রোতা দর্শক।

অলংকার চৌধুরী বলেন, ছোটবেলায় স্কুলে আমি শ্রদ্ধেয় আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। বড় বেলায় এসে যে তারই গানের মডেল হব এটা কল্পনাও করিনি কখনও। সেদিক বিবেচনায় আঁখি আপার মতো একজন শিল্পীর গানে মডেল হবার বিষয়টি আমার পরম সৌভাগ্য হিসেবেই আমি বিবেচনা করছি।  

জানা গেছে, গানটি শিগগিরই ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।