ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গেল কয়েক বছর ক্যারিয়ারের বেশ সু-সময় পার করছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। ভারতেও অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে এই অভিনেত্রীর।

তবে এত অনুরাগীর ভালোবাসায় সিক্ত থাকা বাঁধন ব্যক্তি জীবনে এখনও একা। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন বাঁধন। দাম্পত্যজীবনের মাত্র চার বছর পরই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন এই অভিনেত্রী।

সম্প্রতি জীবনের ৪১টি বসন্ত পার করে ফেলেছেন বাঁধন। গেল ২৮ অক্টোবর জীবনের ৪২ বসন্তে পা রেখেছেন তিনি। এই সময়ে এসে উপলব্ধি করছেন একজন সঙ্গীর। যা বাঁধন নিজেই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বাঁধন বলেন, আমার মেয়ে তো এখন একটু বড় হয়েছে। ও আস্তে আস্তে বুঝছে, মায়ের সবকিছুই একা একাই করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

এই অভিনেত্রী আরও বলেন, এক-দেড় বছর হবে জীবনসঙ্গীর কথা চিন্তা করছি। আমি এখনও কাউকে খুঁজে পাইনি। কিন্তু নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গী দরকার আছে। এখন অনেক বেশি মনে করি যে, একজন জীবনসঙ্গী থাকতেই পারে সঙ্গে। মানুষের থাকে না। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।

কেমন জীবনসঙ্গী চান জানতে চাইলে বাঁধন বলেন, জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।

হঠাৎ বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিশেষ কোনো কারণ নেই। ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট। এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।

এদিকে সামনে বাঁধনকে ‘এশা মার্ডার’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটির কিছু অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং শুরু হবে। এছাড়াও হাতে বেশ কিছু কাজ রয়েছে অভিনেত্রীর।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।