ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শুরু হয়েছে বাঙালি জাতির মহান বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এ জাতির বিজয়।

এই বিজয়ের মাসে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের এক সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

এ অভিনেত্রী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশাত্ববোধক গান শেয়ার করবেন তিনি। আর সেই ধারাবাহিকতায় প্রথমদিন শেয়ার করেছেন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটির লিংক।

বহুল জনপ্রিয় এ গানটি শেয়ার করে নিজের টাইমলাইনে শাওন লেখেন, বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান আমার ফেসবুক পাতায় দেব। যাদের ভালো লাগবে শুনবেন।

তিনি আরও লেখেন, যাদের ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।