ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির ১ ঘণ্টার মধ্যেই পাইরেসির কবলে ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
মুক্তির ১ ঘণ্টার মধ্যেই পাইরেসির কবলে ‘পুষ্পা ২’

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সুকুমার পরিচালিত আলোচিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছি এটি।

কিন্তু মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। জানা যাচ্ছে, ইতোমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি।

ইন্ডিয়া টুডের  প্রতিবেদন অনুসারে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা টরেন্ট প্ল্যাটফর্ম পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এসব মাধ্যমে এইচডি কোয়ালিটির প্রিন্ট বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। কয়েক দিন আগে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন যেমন নজর কাড়েন, তেমনি শ্রীবল্লি চরিত্রে রাশমিকাও প্রশংসা কুড়ায়। এরপর ‘পুষ্পা টু’ সিনেমার চর্চা আরও জোরালো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।