ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকা, সামান্থা, আলিয়াকে পেছনে ফেললেন তৃপ্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
দীপিকা, সামান্থা, আলিয়াকে পেছনে ফেললেন তৃপ্তি

আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’-এ অভিনয়ের পর রীতিমতো ভারতের জাতীয় ক্রাশের উপাধি পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তারপর ‘ব্যাড নিউজ়’ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নে নজর কাড়েন।

শুধু তাই নয়, তার হাতে আসছে একের পর এক সিনেমা। এবার আরও একটি পালক জুড়ল তৃপ্তির মুকুটে।

দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাটকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃপ্তি। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসাবে জায়গা করে নিলেন তিনি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। চলতি বছর তাৎপর্যপূর্ণ ছিল তার জন্যও। এই বছরই ‘লেডি সিংহম’ হিসাবে দেখা গিয়েছে তাকে। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। চলতি বছরের সেপ্টেম্বরে তার কোলে এসেছে প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংহ।

আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় শাহরুখ খান রয়েছেন চতুর্থ স্থানে।

এই বছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তা ছাড়াও নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।