ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই: জয়া আহসান 

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই: জয়া আহসান  জয়া আহসান। ফাইল ছবি

ক্যারিয়ারে যশ-খ্যাতি কুড়ালেও এখনো সিঙ্গেল জীবন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। স্বাভাবিক কারণে তার ভক্তদের প্রশ্ন, জয়া আহসান কি বিয়ে করবেন? তবে এ বিষয়ে নীরব থাকতেই দেখা যায় তাকে।

এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন তিনি।

এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার এত এত দায়িত্ব আছে, সেটা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না।

বিয়ে করলেই সংসার হয় না, এ তত্ত্ব বিশ্বাস করার আহ্বান জানিয়ে জয়া আহসান বলেন, সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না। আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী! এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।

লোক দেখানো ফটোফ্রেম সংসার করে লাভ নেই বলে মনে করেন জয়া। ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, আমার চারটা চারপেয়ে বাচ্চা। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছপালা সবকিছুই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? যারা বিয়ে করেও যোজন ক্রোশ দূরে থাকে মানসিকভাবে, সেটাই কি সংসার? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।

বিয়ে করে সংসার করার ইচ্ছা আর জয়ার নেই। অন্তত তার বক্তব্য এমনই ইঙ্গিত দিচ্ছে। জয়ার কথায়, সংসার সত্যিকারভাবে কেউ যদি করে, সেটা তারা করুক। তার এক্সটেনশন তৈরি করুক। পৃথিবীতে দিয়ে যাওয়ার মতো কিছু করুক। আমি আমার মতো করে এভাবেই সংসার করছি, করব।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সাল আহসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।