ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ডিভিডিতে বিজয়ের ডায়েরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ডিভিডিতে বিজয়ের  ডায়েরি

পুরো ডিসেম্বর জুড়ে চ্যানেল আইয়ে প্রতিদিন সন্ধ্যায় প্রচার হয়েছে প্রামাণ্যচিত্র ‘বিজয়ের ডায়েরি’। প্রায় কয়েকশ’ ঘণ্টার দূর্লভ ফুটেজ সংগ্রহ করে এটি নির্মাণ করেছেন ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজের ছাত্ররা।

৩১ পর্বের এ অনুষ্ঠানটি এখন পাওয়া যাচ্ছে এক মোড়কে।

প্রকাশ হয়েছে ‘বিজয়ের ডায়েরি’র ডিভিডি। ৩০ ডিসেম্বর এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী, নুরুল আলম, শাকিল মাহমুদ চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আসাদ ইসলাম প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।