খুলনা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বীরাঙ্গনাদের ওপর ঘটে যাওয়া অহসনীয় যন্ত্রণার ওপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’র প্রদর্শন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর ৩৩৪ শেরে বাংলা রোডের ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে এ প্রদর্শনী ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা নারীদের ওপর সীমাহীন বর্বরতা চালিয়েছে। নির্যাতনের শিকার সেই সব নারীর যন্ত্রণা ও দুঃখ-বেদনা নিয়ে তৈরি এ প্রামাণ্যচিত্র তৈরি করেছেন ফারজানা ববি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্মাতা ফারজানা ববি, শিক্ষাবিদ অধ্যাপক অসীত বরণ ঘোষ, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু সহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫