জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম (৭৩) দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভোগার পর রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজার বিষয়ে ছোট ভাই চাষী সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘প্রথমে মতিঝিলের ইডেন মসজিদ ও এরপর গোপীবাগের ব্রাদার্স ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে ল্যাবএইডের হিমাগরে।
বর্তমানে চাষীর মরদেহ কমলাপুর জসিম উদ্দিন রোডের বাসায় নেওয়া হয়েছে। জানা গেছে, ১২ জানুয়ারি সকাল ১০টায় এফডিসিতে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বায়তুল মোকাররম ও কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ জোহর জানাজার পর মুন্সীগঞ্জের সমষপুর গ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।
বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
** বাবার কবরের পাশে সমাহিত হবেন চাষী নজরুল ইসলাম
** চাষী নজরুল ইসলাম আর নেই
** জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চাষী নজরুল ইসলাম
** এখনও আইসিইউতে চাষী নজরুল ইসলাম