ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেভাবে এভারেস্ট জয় করা যায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
যেভাবে এভারেস্ট জয় করা যায়!

সেটা দেখানো হবে ‘রোড টু এভারেস্ট’-এ। এটি একটি তথ্যচিত্র।

১৯৫৩ সালে তেনজিং-হিলারির এভারেস্ট বিজয়ের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬৪টি দেশের অভিযাত্রীগণ জয় করেছেন পৃথিবীর এই সর্বোচ্চ শৃঙ্গটিকে। তালিকায় রয়েছে বাংলাদেশী অভিযাত্রীদের নামও।

কোন পথ ধরে, কোন কোন জনপদ পেরিয়ে, কীভাবে এভারেস্ট জয় করতে হয়; যাত্রা পথে করণীয়, বিঘ্ন, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুর চিত্রায়ন দেখানো হচ্ছে ‘রোড টু এভারেস্ট’ তথ্যচিত্রে। সঙ্গে থাকছে পাহাড়ি জনপদ, অধিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে বিস্তর তথ্য। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন আল মনসুর ও কায়সার কাদের সেলিম।

‘রোড টু এভারেস্ট’ প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে প্রতি রবিবার বিকাল সাড়ে ৫টায়।

বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।