ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
এই উৎসবের বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণ বিষয়ক নিয়মাবলি অবহিত করার জন্য একটি সংবাদ সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উৎসবের অন্যতম জুরি সদস্য চলচ্চিত্র গবেষক ও সমালোচক অধ্যাপক ফাহমিদুল হক, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ এবং শিল্পী সব্যসাচী হাজরা। এছাড়াও সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্রকার টোকন ঠাকুর ও চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন।
সংবাদ সম্মেলনে উৎসব বিষয়ক বিস্তারিত বিবরণ তুলে ধরেন উৎসব পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন।
সংবাদ সম্মেলন সঞ্চালন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের সহকারি পরিচালক মাসুদ সুমন। উৎসবটি এপ্রিল ২০১৫ থেকে এপ্রিল ২০১৬ পর্যন্ত চলবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এপ্রিল ২০১৫ এর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং সমাপনী অনুষ্ঠান এপ্রিল ২০১৬ এর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে বছরব্যাপি বাছাইকৃত ও প্রদর্শিত চলচ্চিত্রসমূহের মধ্য থেকে তিনটি বিভাগে ৩ জন নির্মাতাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। তারা প্রয়াত তিনজন গুণী চলচ্চিত্রকারের নামে এই তিনটি পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে ‘জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনীচিত্র পুরস্কার’, প্রামাণ্যচলচ্চিত্র বিভাগে ‘আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার’ এবং স্বল্পদৈর্ঘ্য কাহিনী, নিরীক্ষা এবং এনিমেটেড চলচ্চিত্র বিভাগে ‘বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করা হবে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনে সাত সদস্য বিশিষ্ট জুরি কমিটি গঠন করা হয়েছে। জুরি কমিটির সম্মানীত প্রধান অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা সৈয়দ সালাহউদ্দিন জাকী। জুরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, নাট্যজন লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক সাবরিনা সুলতানা চেীধুরী এবং শিল্পী সব্যসাচী হাজরা।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৫