২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা গায়িকা হয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। তাই দু’জনকেই ডাকা হলো মঞ্চে।
প্রধানমন্ত্রীর অনুরোধে তার পরিয়ে দেওয়া পদক খুলে ফিরিয়ে দেন রুনা। এরপর তাকে তার নাম লেখা পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। তারপর তার কাছ থেকে পদক, ট্রফি আর স্মারক নেন সাবিনা।
আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের মধ্যে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মোট ২৫টি শাখায় ২৯ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কার দেওয়া হয়।
‘দেবদাস’ ছবির ‘এ জীবন ধূপের মতো গন্ধ বিলায়’ গানের জন্য রুনা আর ‘ভালোবেসে একবার কাঁদালে না আমাকে’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন সাবিনা।
দেশীয় সংগীতাঙ্গনের দুই দিকপাল বলা হয়ে থাকে রুনা ও সাবিনাকে। সত্য সাহার সুরে সত্তর দশকের মাঝামাঝি ‘প্রতিনিধি’ ছবিতে ‘তুমি বড় ভাগ্যবতী’ ছবিতে প্রথমবার একসঙ্গে তারা গেয়েছিলেন। এরপর এনটিভির একটি অনুষ্ঠানে দু’জন মিলে একটি গানে কণ্ঠ দেন। গত বছর ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিক নাটকের শিরোনাম-সংগীত গেয়েছেন দু’জনে মিলে। তারা একসঙ্গে সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিচারকও হয়েছেন। এবার একসঙ্গে পেলেন জাতীয় পুরস্কার।
বাংলাদেশ সময় : ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫