দুই বাংলার শিল্পীদের নিয়ে মিশ্র অ্যালবাম তৈরি করেছেন রাকিব মোসাব্বির। এর নাম রাখা হয়েছে ‘চাই তোকে’।
এতে গান লিখেছেন এমএস রানা, জনি হক, রেজাউর রহমান রিজভী, অরণ্য পাশা। গানগুলোর শিরোনাম ‘স্বপ্ন মেলেছে ডানা’, ‘জানি এ মনে তুমি’, ‘তোমাকে চাই’, ‘তুই বিহনে’, ‘চাই তোকে’, ‘নাটাই ঘুড়ি’। এগুলোতে কণ্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির, কামরুল ইসলাম, রুপক তিওয়ারি, সৌরিক ব্যানার্জি, ঝুমুর চ্যাটার্জি, তন্ময় দাশ ও গোস্বামি এবং অধ্যায়ন ধারা।
একক ও মিশ্র মিলিয়ে এটি রাকিবের দ্বাদশ অ্যালবাম। তিনি বললেন, ‘বরাবরের মতো যত্ন ও সময় নিয়ে অ্যালবামটি তৈরি করেছি। দুই বাংলাতেই পহেলা বৈশাখ উদযাপন করা হয়। তাই এতে এপার এবং ওপারের গীতিকার ও কণ্ঠশিল্পীদের কাজ রয়েছে। গানগুলো নিয়ে আমি আশাবাদী। ’
বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
জেএইচ