ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’

শাকিব ও অপুর সঙ্গে ইন্দ্রনীল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
শাকিব ও অপুর সঙ্গে ইন্দ্রনীল (বাঁ থেকে) শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত

‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’র পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার পরিচালনা করতে যাচ্ছে ‘সম্রাট’। এতে কারা অভিনয় করবেন তা নিয়ে গত কিছুদিন নানা জল্পনা আর বিস্তর আলোচনা হয়েছে।

কিন্তু রাজ শুরু থেকেই চমকের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই চমকের ঘোষণা দিলেন তিনি।

‘সম্রাট’ ছবিতে নাম ভূমিকায় করবেন শাকিব খান। আর রাজা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের হিন্দি ও বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তাদের দু’জনের সঙ্গে জুটি বাঁধবেন অপু বিশ্বাস।

ইন্দ্রনীল এর আগে বাংলাদেশের ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেছিলেন। তিনি মুঠোফোনে বলেছেন, ‘রাজের ছবির গল্প আর রাজা চরিত্রটা কাজটি হাতে নিতে উদ্বুদ্ধ করেছে আমাকে। গল্প যতো এগোবে দর্শকরা ততোই চমকে যাবে। আর ‘চোরাবালি’ ছবিতে কাজ করে বুঝেছি বাংলাদেশের দর্শকরা অতুলনীয়। ’

নতুন ছবিটি প্রসঙ্গে শাকিব বলেন, ‘রাজ আমার ছোট ভাইয়ের মতো। আমি ওর কাজের ভক্ত। আমরা একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছিলাম দীর্ঘদিন ধরে। ‌সম্রাট-এর মতো গল্প আর চরিত্র দিয়ে সে সুযোগ তৈরি হওয়ায় আমি খুশি। ’

সম্রাট চরিত্রে শাকিবকে নেওয়া প্রসঙ্গে রাজ বলেন, ‘তিনি এখন দেশের এক নম্বর সুপারস্টার। তাই সম্রাট চরিত্রে তাকে ছাড়া অন্য কারও কথাই ভাবিনি। আর রাজার ভূমিকায় এমন একজনকে চেয়েছিলাম যার মধ্যে একই সঙ্গে সুদর্শন ও অভিনয় করার গুণ আছে। এ চরিত্রের জন্য ইন্দ্রনীলই উপযুক্ত। তাই তাকে নিয়েছি। আর অপু বিশ্বাস দেশের মূলধারার বাণিজ্যিক ধারার অনেক ব্যবসাসফল ছবির নায়িকা। তিনজনকে নিয়ে দারুণ একটা ছবি দর্শকদের উপহার দিতে পারবো আশা রাখি। ’

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে অপু বলেন, ‘রাজের পরিচালনায় কাজ করার ইচ্ছে ছিলো। অবশেষে তার ছবি হাতে পেয়েছি। শাকিব খানের সঙ্গে অামার অনেক ব্যবসাসফল ছবি আছে। আর ইন্দ্রনীলের সঙ্গে এবারই প্রথম কাজ করবো। সব মিলিয়ে ছবিটা নিয়ে আমি আশাবাদী। '

প্রধান তিন অভিনয়শিল্পীর তালিকা বলছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবিটি সত্যিই চমকে ভরা। তিনজনকে মাফিয়াকে ঘিরে এর গল্প। ‘সম্রাট’-এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন রাজ নিজেই। আগামী মাস থেকে শাকিব, ইন্দ্রনীল ও অপু এবং অন্য কলাকুশলীদের নিয়ে এর দৃশ্যায়ন হবে দেশ-বিদেশে। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন।

বাংলাদেশ সময় : ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।