শিল্পকলায় একাডেমিতে শুরু হয়েছে প্রথমবারের মতো তিনদিনব্যাপী আলপনা কর্মশালা। ১৩ এপ্রিল ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় একাডেমির প্রাঙ্গণে জাতীয় চিত্রশালা প্লাজায় ‘আলপনা কর্মশালা’ এর আয়োজন চলছে।
১৪ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বর্ষবরণ আয়োজনে থাকছে জাতীয় সঙ্গীত, বাউল উৎসব, লাঠিখেলা, রায়বেশে, সঙযাত্রা, ধামাইল, যাত্রাপালা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, শিশুদের জন্য ঘোড়ার গাড়ি চক্কর, সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন নাটকের দলের কোরিওগ্রাফি।
একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় তিনদিনব্যাপী আলপনা কর্মশালা উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হয় চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত চারদিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার মূখ্য প্রশিক্ষক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং প্রশিক্ষক খন্দকার রেজাউল হাশেম, এস এম মিজানুর রহমান, গোলাম মোর্তজা রুবেল, নিহার দে, সাগর দে ও সুজন মাহবুব।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৫
এমকে/