বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে ১৭ এপ্রিল। এই সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচ খেলবে।
বাংলাদেশ-পকিস্তান সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২২ এপ্রিল। ২৪ এপ্রিল রয়েছে একমাত্র টি২০ ম্যাচটি। ২৮ এপ্রিল থেকে ২ মে প্রথম টেস্ট হবে খুলনায়। ৬ থেকে ১০ মে দ্বিতীয় টেস্ট থাকছে ঢাকায়।
শুধু খেলা নয়, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’ প্রচার করবে জিটিভি। মারিয়ার উপস্থাপনায় এটি সরাসরি দেখানো হবে স্টেডিয়াম থেকে। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড়রা। এ ছাড়া থাকছে শ্রাবণ্যর উপস্থাপনায় ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং সামিয়া আফরিনের উপস্থাপনায় ‘ক্রিকেট হাইলাইটস’।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সব খেলার সম্প্রচার স্বত্ত্ব রয়েছে জিটিভির। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজ প্রচার করবে চ্যানেলটি।
বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ