বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন একক অ্যালবাম ‘বারতা পেয়েছি মনে মনে’। এটি বাজারে এনেছে জিরোনা বাংলাদেশ।
এ অ্যালবামে রয়েছে রবীন্দ্রনাথের ১০টি গান। এগুলো হলো ‘আকাশ ভরা সূর্য-তারা’, ‘ওরে ভাই, মিথ্যা ভেবো না’, ‘বিপুল তরঙ্গ রে’, ‘বারতা পেয়েছি মনে মনে’, ‘প্রাণ ভরিয়ে’, ‘তাই তোমার আনন্দ আমার পর’, ‘জগত জুড়ে উদার সুরে’, ‘বড় আশা করে’, ‘আমার দিন ফুরালো’ এবং ‘মধুর তোমার শেষ’। সংগীতায়োজন করেছেন কলকাতার প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
অ্যালবামটি প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘কবিগুরুর পূজা, প্রকৃতি, প্রেম প্রভৃতি পর্যায়ের গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। গানগুলো আমার নিজের অনেক পছন্দের। এই অ্যালবামের সংগীতায়োজনে নতুনত্ব রয়েছে। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন। ’
বিশ্বের ১৯৬টি দেশের ৭৫০টি পোর্টালে ‘বারতা পেয়েছি মনে মনে’ অ্যালবামটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশেষভাবে পাওয়া যাচ্ছে রকমারির ডটকম এবং দেশালের সব শোরুমে।
বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ