ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্ট্রেলিয়ায় গাইবেন তারা তিনজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
অস্ট্রেলিয়ায় গাইবেন তারা তিনজন পার্থ বড়ুয়া, মালা ও বাপ্পা মজুমদার

‘দেখা হবে বন্ধু সুরের ঝংকারে’ শিরোনামের কনসার্টে সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার প্রায় তিন সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। কনসার্টে অংশ নিতে ২১ এপ্রিল বিমানে উঠবেন তারা।

এতে চারটি কর্নসাটে অংশ নেবেন তারা। এর মধ্যে একটিতে অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী মালা গাইবেন। আর বাকিগুলো হবে বাপ্পা ও পার্থর দ্বৈত কনসার্ট।  


পার্থ বাংলানিউজকে বলেন, '২৪ এপ্রিল ক্যানবেরা, ২৫ এপ্রিল মেলবোর্ন, ২ মে বিসব্রেন ও ৩ মে সিডনিতে আমরা গাইব। বিসব্রেনের কর্নসাটে আমাদের সঙ্গে গাইবেন মালা। সবশেষে ৮ মে ঢাকায় ফিরব আমি। '


এগুলোর আয়োজন করেছে স্থানীয় প্রবাসী বাঙ্গালিরা। এদিকে সম্প্রতি বাপ্পার গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম 'বেঁধেছি আমার প্রাণ' প্রকাশ হয়েছে। যাওয়ার আগে সেটি নিয়েও কথা বললেন তিনি। 'বেঁধেছি আমার প্রাণ' অ্যালবামটি নিয়ে অনেকেই প্রশংসা করছেন। এটা খুব ভালো লাগছে। ’


বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।