বলিউডে আইটেম গানকে বৈচিত্রময় করে তোলার ক্ষেত্রে মালাইকা অরোরা খানের অবদান অনেক। নৃত্য পরিবেশনা উপভোগ করেন বলেই একের পর এক আইটেম গানে নেচেছেন তিনি।
পুত্রসন্তান আরহান পর্দায় মায়ের এসব উত্তেজক নাচ দেখলে কি প্রতিক্রিয়া দেখায়? এ প্রশ্নের উত্তরে মালাইকা বলেছেন, ‘আমার কাজের প্রভাব পড়ে না ওর ওপর। ও এখনও অনেক ছোট। যদি কোনো গান ভালো লাগে, তাহলে আমাকে তা জানায় ও। ব্যস, এটুকুই। ’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, গান চলচ্চিত্রের অংশ। আর গানে কাজ করতে পারা আনন্দের বিষয়। তবে তা নির্ভর করে কীভাবে এর দৃশ্যায়ন করা ও প্রচারণা চালানো হবে সেসবের ওপর। বরাবরই আইটেম গানে নাচানাচিটা উপভোগ করেছি। ’
রক্ষণশীলদের মতো আইটেম গানকে মোটেও মর্যাদাহানিকর মনে করেন না মালাইকা। তার ভাষ্য, ‘এটা খুব দুঃখজনক। এ ধরনের গানকে মোটেও আমার কাছে মানহানিকর ব্যাপার মনে হয় না। আমি তো এসব কাজকে স্পেশাল গান বলি। আইটেম শব্দটা আমার অপছন্দ। ’
বলিউড অভিনেতা সালমান খানের ছোট ভাই আরবাজ খানকে বিয়ের পর ২০০২ সালে মা হন মালাইকা। তিনি এখন ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ প্রতিযোগিতার ষষ্ঠ আসরে বিচারকের দায়িত্ব পালন করছেন। নিজের সুপ্ত প্রতিভার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ভালো রান্না ও বাগান পরিচর্যা করতে পারি। রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার স্বপ্ন আছে আমার। ’
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
বিএসকে/জেএইচ