আরণ্যক নাট্যদলের দর্শকপ্রিয় মঞ্চনাটক ‘ময়ূর সিংহাসন’ আবার মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে এর প্রদর্শনী হবে ২২ এপ্রিল।
নাটকটিতে অভিনয় করেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, তাজিন আহমেদ, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, আমিনুল হক, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, সাজ্জাদ সাজু, অয়ন ঘোষ, ফিরোজ মামুন প্রমুখ।
১৯৯৯ সালে মঞ্চে আসে ‘ময়ূর সিংহাসন’। ২০০৯ সালে এর শততম মঞ্চায়ন হয়। ষাটের দশকে গণতন্ত্রের দাবি, ধর্মনিরপেক্ষতার চেতনা ও এর বিপরীতে তৎকালীন সামরিক শাসকের সাম্প্রদায়িকতার রেশ তুলে ধরা হয়েছে এতে। নাটকটির আবহসংগীত তৈরি করেছেন সুজেয় শ্যাম। আলো পরিকল্পনায় ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির এবং পোশাক পরিকল্পনায় জাহানারা নূরী।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমকে/জেএইচ