নদীমাতৃক বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তৈরি হলো ‘বিউটিফুল বাংলাদেশ’। এতে দেশের বিভিন্ন নদী অঞ্চলের চোখজুড়ানো সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
ভিডিওচিত্রটির মূল বিষয় ল্যান্ড’স অব রিভার। এর দৈর্ঘ্য সাড়ে তিন মিনিট। এতে অভিনয় করেছেন হল্যান্ডের দুই পর্যটক কার্লো ও মাউড, বাংলাদেশের দুই অভিনেত্রী স্বাগতা ও শর্মীমালা। এজেন্সি হিসেবে কাজ করেছে মার্কেট এজ লিমিটেড।
এর আগে ‘বিউটিফুল বাংলাদেশ’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি তৈরি হয়। সেগুলোর বিষয় ছিলো- ‘ল্যান্ড অব বিউটি’ এবং ‘ল্যান্ড অব স্টোরিস’। এগুলো কয়েকটি দেশের আন্তর্জাতিক উৎসবে পুরস্কারও জিতেছে।
* ‘বিউটিফুল বাংলাদেশ’ ভিডিওচিত্র :
বাংলাদেশ সময় : ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
জেএইচ