ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অটিস্টিক শিশুদের কল্যাণে দৃকের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
অটিস্টিক শিশুদের কল্যাণে দৃকের অ্যালবাম দৃক ব্যান্ডের সদস্যরা

তারুণ্যদীপ্ত সুরে আর গানে এতোদিন টিভি ও রেডিও অনুষ্ঠান এবং কনসার্ট মাতিয়েছে দৃক ব্যান্ড। এবার তারা স্বনামে বের করছে নিজেদের প্রথম অ্যালবাম।

এটি বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ ব্যয় হবে অটিস্টিট শিশুদের কল্যাণে।

রাজধানীর ধানমন্ডিস্থ রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ২৪ এপ্রিল বিকেল সাড়ে চারটায় এর মোড়ক খুলবেন বামবা সভাপতি মাইলসের সদস্য হামিন আহমেদ। এ উপলক্ষে ওই দিন একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলো সঙ্গীত পরিবেশন করবে।

দৃকের গায়ক সাইফ জানান, তাদের চারটি গান প্রকাশ হয়েছে আগেই। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঝরণার মতো চঞ্চল’ গানটির রক সংস্করণ জনপ্রিয়তা পেয়েছে সবচেয়ে বেশি।

অ্যালবামটির অডিও সিডি প্রকাশ করেছে লয় রেকর্ডস। গানগুলো বিনামূল্যে ডাউনলোড করা যাবে দৃকের ওয়েবসাইট (www.dreek.co) থেকে। দৃক সম্পর্কে আরও জানতে দেখতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/dreek।

বাংলাদেশ সময় : ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেএইচ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।