ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মারিয়া নূরের সঙ্গে কিছুক্ষণ

বাংলাদেশের ক্রিকেট মানেই মারিয়া!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বাংলাদেশের ক্রিকেট মানেই মারিয়া! মারিয়া নূর/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাতজাগা দর্শকদের জন্য তারকার সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠান ‘লেট নাইট কফি’র নতুন মৌসুম শুরু হচ্ছে আরটিভিতে। এবার উপস্থাপক হিসেবে থাকছেন মারিয়া নূর।

২৫ এপ্রিল রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। এদিকে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজে গ্যালারি থেকে উপস্থাপনার কাজ করেছেন তিনি। বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই মডেল-উপস্থাপিকা।  

বাংলানিউজ : বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজে অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা কেমন হলো?

মারিয়া নূর : একেবারেই অন্যরকম অভিজ্ঞতা এটা। প্রতিবার স্টুডিওতে বসেই উপস্থাপনা করেছি। কিন্তু এবার গ্যালারিতে থেকে উপস্থাপনা করতে গিয়ে অনেকদিন পর খেলা দেখার সুযোগটাও পাওয়া গেলো। পাকিস্তানকে বাংলাওয়াশ করার দিনে গ্যালারিতে দর্শকদের সঙ্গে আড্ডা দিয়েছি। এটা অন্যান্য দেশেও প্রচার হয়েছে। সে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপক হিসেবে আমার অভিষেক হলো। আমার সঙ্গে গ্যালারিতে উপস্থাপক ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার এডওয়ার্ড রেইনসফোর্ড।  

বাংলানিউজ : বাংলাদেশের খেলা চলাকালে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার অনুভূতিও নিশ্চয়ই অন্যরকম।

মারিয়া নূর : তা তো বটেই। বাংলাদেশের ক্রিকেট মানেই মারিয়া... এ ভাবনাটা সবার মাথায় রাখতে চাই আমি। তাই ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে থাকি।  

 

বাংলানিউজ : আপনাকে তো মাঝরাতের অনুষ্ঠানে দেখা যায় না। ‘লেট নাইট কফি’ নিয়মিত করবেন তো?

মারিয়া নূর : সরাসরি সম্প্রচার করা হয় এমন অনুষ্ঠানের দুটি পর্ব উপস্থাপনা করেছিলাম আরটিভিতেই। কিন্তু পরে আর করিনি। ধারাবাহিক ধরলে ‘লেট নাইট কফি’ হবে মাঝরাতে আমার প্রথম অনুষ্ঠান। নতুন আসরের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন সংগীতশল্পী হাবিব ওয়াহিদ।  

বাংলানিউজ : আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এ চরিত্রে নাটকে অভিনয় করছেন শুনলাম?

মারিয়া নূর : ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ নাটকে আরজে হিসেবেই অভিনয় করছি। এখানে মারিয়া মারিয়ার মতোই। নিজের চরিত্র বলেই কাজটা করতে রাজি হয়েছি। এখন গৌতম কৈরীর পরিচালনায় এর দৃশ্যধারণ চলছে। আমার সহশিল্পী হলেন শ্রিয়া সর্বজয়া, জান্নাতুল ফেরদৌস পিয়া, ডিজে সনিকা ও নাবিলা।  

বাংলানিউজ : অভিনয় নিয়মিত করবেন?

মারিয়া নূর : না-না, নাটকে নিয়মিত হতে চাই না। আমি সব মিলিয়ে চার-পাঁচটা নাটকে কাজ করেছি। বিশেষ দিবসের নাটক হলে অভিনয় করতে পারি। বিজ্ঞাপনের কাজও বাছাই করেই করি। এখানেই ডটকম-এর পর প্রাণ ঝালমুড়ি আর রবির ধন্যবাদ বিজ্ঞাপনে অভিনয় করেছি।  

 

বাংলাদেশ সময় : ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।