আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী নৃত্যোৎসবের উদ্বোধন হলো। আজ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার।
এবারের আয়োজনের শিরোনাম ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু, আমানুল হক, গোলাম মোস্তফা খান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
উদ্বোধন শেষে একাডেমীর চারুকলা প্রাঙ্গণে বাংলাদেশের প্রবীন নৃত্যশিল্পীদের অংশগহণে মুন্নি সালমার পরিচালনায় শিল্পী রাহিজা খানম ঝুনু, সেলিনা হক, ফাতেমা কাশেমসহ অনেকে নৃত্য পরিবেশন করেন। এরপর ওয়ার্দা রিহাবের পরিচালনায় ধৃতি নর্ত্যাালয় ও লিমা আহমেদের পরিচালনায় ভঙ্গিমা নেচেছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় মেলার পাশাপাশি সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম সন্ধ্যায় শুরুতেই সুরাইয়া বেগমের পরিচালনায় প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সুইট বাংলাদেশ, লায়লা হাসানের পরিচালনায় নটরাজ, বুলবুল ললিতকলা একাডেমী, লতা মন্ডলের পরিচালনায় নৃত্য নন্দন, সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য সম্প্রদায়, বেনজীর সালামের পরিচালনায় নৃত্যছন্দ, দীপা খন্দকারের পরিচালনায় দিব্য, বিপুল শর্মার পরিচালনায় সিলেট, আইরীন পারভীনের পরিচালনায় ঝংকার, গোলাম মোস্তফা খানের পরিচালনায় বেনুকা ললিতকলা একাডেমী, জিনিয়ার পরিচালনায় জিনিয়া একাডেমি এবং ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমী।
* সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে
বাংলাদেশ সময় : ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫