নির্মাতা অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ‘বিন্দু বিসর্গ’ ধারাবাহিক নাটকে কিছুদিন আগে থেকেই অভিনয় করছিলেন অ্যালেন শুভ্র। এবার নতুন করে তার সঙ্গে যুক্ত হলেন সোনিয়া হোসেন।
এ প্রসঙ্গে সোনিয়া হোসেন বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম ফারাহ। আমার সহশিল্পী হিসেবে পেয়েছি অ্যালেন শুভ্রকে। আমাদের দুজনকে জামাই-বউয়ের চরিত্রে দেখা যাবে। আর এবারই প্রথম অনিমেষদার সাথে কাজ করার সুযোগ হলো। খুব ভালো লাগছে। আশা করি, আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন। ’
‘বিন্দু বিসর্গ’ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, গীত শ্রী চৌধুরী, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ, স্পর্শিয়া, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, এস এম মহসিন, আব্দুল কাদের, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, দ্বিপক সুমন, টুনটুনি, শিল্পী সরকার অপু, আদৃতা, অর্পা, অনিন্দ্য, ইরা, সীমা, জামিল, শাহ আলম দুলাল প্রমূখ।
‘বিন্দু বিসর্গ’ নাটকটি এনটিভিতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয়।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
এমকে/