ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কানের প্রতিযোগিতা বিভাগে আরও দুই ছবি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
কানের প্রতিযোগিতা বিভাগে আরও দুই ছবি

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের ১৭টি ছবির তালিকা ঘোষণা করা হয় গত ১৬ এপ্রিল। আয়োজকরা এর সঙ্গে আরও দুটি ছবিকে যুক্ত করেছেন।

অর্থাৎ এবার স্বর্ণপাম (পাম ডি’ওর) জেতার জন্য লড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তের মোট ১৯টি চলচ্চিত্র।

 

প্রতিযোগিতা বিভাগে নতুন যুক্ত হওয়া ছবি দুটি হলো ‘ক্রনিক’ এবং ‘ভ্যালি অব লাভ’। দুটোই ফ্রান্সের ছবি। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগের জুরি প্রধান জোয়েল ও এথান কোয়েন।

 

গুইলুম নিকলোক্স পরিচালিত ‘ভ্যালি অব লাভ’-এর গল্প দুই বিখ্যাত অভিনয়শিল্পীকে ঘিরে। তারা দম্পতি হিসেবেই অভিনয় করেছেন বেশি। ২৫ বছর আগে তাদের এক সন্তান ছিলো। ছেলেটির মৃত্যুর পর ওই দুই তারকা একত্র হন। এরপর তাদের হাতে আসে একটি চিঠি। এতে তাদেরকে ডেথ ভ্যালির পাঁচটি জায়গায় যেতে বলা হয়। সেসব স্থানে ছেলেটিকে বারবার দেখা যাবে! ছবিটিতে অভিনয় করেছেন জেরার্ড দেপারদিউ ও ইসাবেলা হাপার্ট।  

 

অন্যদিকে মাইকেল ফ্রাঙ্কোর ‘ক্রনিক’ তৈরি হয়েছে এক নার্সকে ঘিরে। মৃত্যুপথযাত্রী রোগীদের সেবা দিয়ে থাকে সে। এতে আছেন টিম রোথ ও বিটসি টুলোচ।  

 

অন্যদিকে আনসার্টের রিগার্ড বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করবে ১৯টি ছবি। এর জুরি প্রধান ইসাবেলা রোসেল্লিনি।

** এবারের কান উৎসবের বিচারকরা 
** কানের লালগালিচায় থাকছে তাদের জৌলুস 
** কানের প্রতিযোগিতা বিভাগে ১৭ ছবি
 ** কানের লালগালিচায় রণবীর-ক্যাটরিনা 
** নারী নির্মাতার ছবি দিয়ে শুরু হবে কান উৎসব
** কানে আনসার্টেন রিগার্ডের সভাপতি ইসাবেলা
** কানে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ 
** কানের পোস্টার-কন্যা ইনগ্রিড বার্গম্যান 
** কানের মাস্টার অব সিরিমনিস

 

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।